IQNA

ভিডিও | "ইউসুফ জুলেখা" চলচ্চিত্রের একাংশসহ শাহাত আনোয়ারের মনোমুগ্ধকর তিলাওয়াত

20:50 - July 03, 2021
সংবাদ: 3470244
তেহরান (ইকনা): সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “ইউসুফ জুলেখা” চলচ্চিত্রের একাংশসহ মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মদ আনোয়ারের একটি ভিডিও প্রকাশিত হয়েছে।

এখানের মিশরের খ্যাতনামা ক্বারি তার সুললিত কণ্ঠে সূরা ইউসুফরে ২৫ থেকে ২৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
ভিডিওতে কুরআন তিলাওয়াতের সাথেসাথে আয়াতের মিল রেখে “ইউসুফ জুলেখা” চলচ্চিত্রের কিছু অংশ তুলে ধরা হয়েছে।
ক্বারি শাহাত মোহাম্মদ আনোয়ার ১৯৫০ সালের ১৯শে জুলাই মিশরের দাকাহলিয়া প্রদেশেরে কুফর আল-ওয়াজির গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের তিন মাস পরে তিনি তার পিতাকে হারান। পিতৃহীন হয়েও তিনি মাত্র আট বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন।
শাহাত মোহাম্মদ আনোয়ার তিন ছেলে ও ছয় কন্যার জনক। এরমধ্যে"আনোয়ার শাহাত মোহাম্মদ আনোয়ার" এবং "মাহমুদ শাহাত মোহাম্মদ আনোয়ার" বহুবার ইসলামী প্রজাতন্ত্রের ইরানে ভ্রমণ করেছেন এবং কুরআন মাহফিলে তাদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন।

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ ۚ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ

এবং তারা উভয়েই দরজার দিকে (দৌড়ে) অগ্রসর হল এবং সে (মহিলা) পশ্চাৎদিক থেকে তার জামা ছিন্ন করে দিল এবং উভয়েই দরজার সন্নিকটে তার স্বামীকে দেখতে পেল। সে (মহিলা) বলল, ‘যে তোমার স্ত্রীর সাথে অসৎকর্মের অভিলাষী হয় তার সাজা কারারুদ্ধ করা অথবা অন্য কোন বেদনাদায়ক শাস্তি ব্যতীত আর কী হতে পারে?’ (২৫)

قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي ۚ وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ

সে (ইউসূফ) বলল, ‘সে-ই আমার থেকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল এবং এ ব্যাপারে তার (মহিলার) গোত্রের এক সাক্ষ্যদানকারী (দুগ্ধপোষ্য শিশু) সাক্ষ্য দিল, ‘যদি তার জামার সম্মুখভাগ ছিন্ন থাকে, তবে স্ত্রীলোকটি সত্য বলেছে এবং পুরুষটি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। (২৬)

وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ

আর যদি তার জামার পশ্চাৎভাগ ছিন্ন থাকে, তবে স্ত্রীলোকটি মিথ্যা বলেছে এবং পুরুষটি সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’ (২৭)

فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ

অতঃপর যখন সে দেখল যে, তার জামার পশ্চাৎভাগ ছিন্ন তখন সে (গৃহস্বামী) বলল, ‘এ তোমাদের নারীদের ছলনা; নিশ্চয় তোমাদের ছলনা বড়ই সাংঘাতিক। (২৮)


يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَاسْتَغْفِرِي لِذَنْبِكِ ۖ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ

ইউসূফ! এখন তুমি এটা উপেক্ষা কর এবং (হে নারী!) তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয় তুমি অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলে।’ (২৯)
iqna

 

captcha